পার্থ মুখোপাধ্যায়, কলকাতা

  ২১ জুলাই, ২০১৯

তসলিমার ভারতবাসের মেয়াদ বাড়ালো

বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ভারতে আরও নির্দিষ্ট করে বললে দিল্লি বাসের অনুমোদন আরও এক বছর বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

রোববার এ কথা জানিয়েছেন এক আধিকারিক। সুইডেনের বাসিন্দা তসলিমা, ভারতে অস্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাচ্ছেন ২০০৪ সাল থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, অনুমোদনের মেয়াদ ২০২০ সালের জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। গত সপ্তাহে তসলিমা নাসরিনকে তিন মাসের বাড়ির অনুমোদন দেওয়ায় টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তার বাড়ির অনুমোদন এক বছর বাড়ানোর অনুরোধ করেছিলেন। তার বাড়ির অনুমোদন এক বছর বাড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রককে ধন্যবাদ জানিয়ে ফের টুইট করেছেন তিনি। তসলিমা নাসরিন লিখেছেন, টুইটার খুবই শক্তিশালী। ১৬ জুলাই টুইট করেছিলেন, তার বাড়ির পারমিট মেলেনি। ১৭ জুলাই সেই অনুমোদন বাড়ানো হয়েছে, তবে তা তিন মাসের জন্য। টুইটারের অনেক বন্ধু, এটা এক বছর বাড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর কাছে অনুরোধ করেছিলেন। এ বার এটা এক বছরের জন্য বাড়ানো হল। সিদ্ধান্ত বদল করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন তসলিমা নাসরিন । লিখেছেন, টুইটার বন্ধুদের ভালোবাসা।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তসলিমা,ভারতবাস,মেয়াদ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close