reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুলাই, ২০১৯

জাপানে স্টুডিওতে আগুন দেয়ার ঘটনায় নিহত বেড়ে ২৪

জাপানের কিয়োটো শহরেরর একটি অ্যানিমেশন স্টুডিওতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক ব্যক্তি ওই স্টুডিওতে প্রবেশ করে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেয়ার পর আগুন ধরে যায়। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ্এ সময় আগুনে আরও অনেকে আহত হয়েছেন।

প্রথম ও দ্বিতীয় তলায় ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে প্রথমে ১২ জন নিহত হওয়ার খবর জানানো হয়। পরে মৃতের সংখ্যা আরও বাড়তে থাকে।

জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি ওই স্টুডিও ভেঙে সেখানে প্রবেশ করে চারদিকে অজ্ঞাত কিছু তরল দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়। পুলিশ ওই সন্দেহভাজনকে আটক করেছে। শরীরে জখম থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় জানানো হয়নি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাপান,আগুনে নিহত,আগুন লাগানো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close