reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুলাই, ২০১৯

সৌদি-মার্কিন যৌথ সামরিক মহড়া শুরু

আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে সৌদি আরব। এই যৌথ মহড়া আগামী দুই সপ্তাহ ধরে চলবে। এ সময় কিছু প্রশিক্ষণের কাজও সম্পন্ন করা হবে।

সৌদি আরবের পূর্বাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার থেকে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এসব তথ্য জানিয়েছে।

কিং খালিদ মিলিটারি সিটিতে চলমান এই মহড়ায় সৌদি আরব ও আমেরিকার পদাতিক বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নিচ্ছে।

সৌদি আরবের সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার আহমাদ বিন আব্দুল্লাহ সালিহ আল যাহরানি বলেন, আমেরিকার সঙ্গে সামরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামরিক প্রস্তুতি বাড়ানোই হচ্ছে এই যৌথ মহড়ার প্রধান উদ্দেশ্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে এবং সৌদি আরব বিপুল অংকের মার্কিন অস্ত্র কিনেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌদি আরব,সৌদি-মার্কিন,যৌথ মহড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close