reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০১৯

ভারতের চন্দ্রযান-২ উৎক্ষেপণ স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ে মহাকাশে পাড়ি জমাতে পারল না ভারতের ‘চন্দ্রযান-২’। উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে যান্ত্রিক এই সমস্যা নজরে আসে। ফলে তাৎক্ষণিক চন্দ্র অভিযান স্থগিত করা হয়।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে চোখে পড়ে যান্ত্রিক সমস্যা। সেই কারণেই আজ চন্দ্রযান ২-এর যাত্রা স্থগিত করা হয়েছে। উৎক্ষেপণের নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এই অনুষ্ঠানে অংশ নিতে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

স্থানীয় সময় সোমবার ভোররাত ২টা ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন থেকে চন্দ্রযান ২-এর উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন রকেট থেকে জ্বালানি লিক করেছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শুধু রকেটের নিজের ওজনই ৬৪০ টন। তার উপরে চন্দ্রযানের ওজন আরো ৩৮০০ কিলোগ্রাম। ১৫ তলা সমান উচ্চতার এ রকেটের নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী’।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,চন্দ্রযান-২,যান্ত্রিক ত্রুটি,রকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close