reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জুলাই, ২০১৯

পাকিস্তানে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২১

পাকিস্তানে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রাবাহী আকবর এক্সপ্রেসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮৯ যাত্রী।

শনিবার ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সকালে দেশটির সাদিকাবাদে ওয়ালহার রেলওয়ে স্টেশনে এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

রেল কর্মকর্তাদের বরাতে ডন এক্সপ্রেসের খবরে বলা হয়, সিগন্যাল চেঞ্জের সময় যাত্রীবাহী আকবর এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে আঘাত করে। এতে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বহু যাত্রী হতাহত হয় ও বগিগুলোতে আটকা পড়ে।

উদ্ধার কর্মীদের পাশাপাশি পুলিশ ও পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করেছেন। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,ট্রেনের সংঘর্ষ,বগি লাইনচ্যুত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close