reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০১৯

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সাবেক কর্মীর ফাঁসি কার্যকর

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ সংস্থার জন্য চুক্তিভিত্তিক ভাড়া করা সাবেক এক কর্মীর ফাঁসি কার্যকর করেছে ইরান।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে সংবাদ সংস্থা আইআরআইবি শনিবার জানিয়েছে।

গত নয়বছর আগে নিজের দায়িত্ব ছাড়েন জালাল হাজিজাভার। পরে সামরিক আদালাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

তার বাড়িতে গুপ্তচরবৃত্তির নথি ও যন্ত্র পাওয়া গিয়েছিল বলে খবরে বলা হয়েছে।

পশ্চিম তীরের খারাজে রাজই শহর কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর বাইরে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে তেহরান মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করলে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নিয়েছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুপ্তচরবৃত্তি,অভিযোগে,ইরান,ফাঁসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close