reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুন, ২০১৯

মার্কিন ভিসা আবেদনে সোশ্যাল মিডিয়ার তথ্য

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের এখন থেকে তাদের সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ডের তথ্যও জমা দিতে হবে।

দেশটির পররাষ্ট্র দফতরের নতুন নিয়ম অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত অ্যাকাউন্টের তথ্য এবং গত পাঁচ বছর ধরে ব্যবহার করছেন এমন ই-মেইল, ঠিকানা ও ফোন নম্বরও জমা দিতে হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বছর এই নিয়ম চালুর প্রস্তাব করার সময় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ হিসাব করে দেখেছিল, বছরে ১ কোটি ৪৭ লাখ মানুষের ওপর এর প্রভাব পড়বে। গত বছর যখন এই নিয়মের প্রস্তাব করা হয়, তখন মার্কিন পররাষ্ট্র দফতর হিসাব করে দেখেছিল যে এর ফলে ১ কোটি ৪৭ লাখ মানুষকে প্রভাবিত করবে।

কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তবে যারা যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে বা বেড়াতে যেতে চান, তাদের সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে হবে।

বিবিসি লিখেছে, কেউ মিথ্যা তথ্য দিলে তাকে অভিবাসন আইনে ‘কঠোর ব্যবস্থার’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে পররাষ্ট্র দফতর। তবে কেউ যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করেন, তাহলে তা উল্লেখ করার সুযোগ থাকবে ভিসা আবেদন ফরমে। আগে যুক্তরাষ্ট্রের বিবেচনায় ‘জঙ্গি বা সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত’ এলাকার বাসিন্দাদের ক্ষেত্রেই কেবল ভিসার আবেদনে বাড়তি তথ্য দেওয়ার বাধ্যবাধকতা ছিল।

এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময়ই আমাদের যাচাই-বাছাই প্রক্রিয়া উন্নত করার চেষ্টা করে যাচ্ছি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মার্কিন ভিসা,তথ্য,সোশ্যাল মিডিয়া,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close