reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০১৯

মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

মেক্সিকোতে দাবানল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন নৌবাহিনীর ক্রু ও অপরজন দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কমিশনের একজন পরিদর্শক। শনিবার মেক্সিকোর নৌবাহিনী এমনটি জানিয়েছে।

মধ্যাঞ্চলীয় প্রদেশ কেরেতারোর বনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযানে অংশ নিচ্ছিল এমআই-১৭ হেলিকপ্টারটি। এরই এক পর্যায়ে হেলিকপ্টারটি জালপান দে সিয়েরা শহর থেকে প্রায় ৮৯ কিলোমিটার উত্তরে বিধ্বস্ত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ পরিষ্কার হয়নি।

প্রতিকূল আবহাওয়ার কারণে ওই দিন রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার ভোরে উদ্ধাকারী দল হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর প্রচার শুরু হওয়ার পর নিহত ক্রুদের স্মরণে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরসহ কর্মকর্তারা এক মিনিটি নিরবতা পালন করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেক্সিকো,হেলিকপ্টার বিধ্বস্ত,এমআই-১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close