reporterঅনলাইন ডেস্ক
  ২২ মে, ২০১৯

ভারতে জঙ্গি হামলায় বিধায়কসহ নিহত ১১

ভারতের অরুণাচল প্রদেশে জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজ্যসভার বিধায়ক ও তার ছেলে আছেন। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার অরুণাচলের তিরাপ জেলার বোগাপানি গ্রামে দুপুর ১২টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানায়, অরুণাচল প্রদেশের খোনসা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিরোং আবো আগে থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

জানা যায়, অন্তত ২০ জন অস্ত্রধারী হামলাকারী বিধায়ক তিরং আবো ও তার সঙ্গীদের ঘিরে ফেলে এলোপাতাড়ি গুলি শুরু করে। এত ঘটনাস্থলেই ওই বিধায়ক, তার ছেলে ও আরো ৯ জন প্রাণ হারান। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও ঘটনার নিন্দা জানিয়ে টুইট বার্তায় লিখেন, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নাগাল্যান্ডের একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত। তবে এর বিস্তারিত কিছু জানানো হয়নি। অরুণাচল পুলিশের মহাপরিদর্শক (আইজি) সুনীল গর্গ জানিয়েছেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,জঙ্গি হামলা,বিধায়ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close