reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০১৯

শ্রীলঙ্কায় মসজিদে হামলার পর সংঘাত, নিহত ১

রাতব্যাপী কারফিউ জারি

হামলার শিকার শ্রীলঙ্কার একটি মসজিদ

শ্রীলঙ্কায় বিভিন্ন এলাকায় মসজিদ ও মুসলিমদের ওপর হামলা চালিয়েছে সেখানকার স্থানীয়রা। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সেইসঙ্গে মুসলিমবিরোধী সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সেখানে দেশব্যাপী রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে।

জানা যায়, দেশটির উত্তর-পশ্চিমের পুত্তালাম জেলায় এক ব্যবসায়ীর দোকানে ক্ষুব্ধ জনগণ আক্রমণ করার পর ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কার পুলিশ বিভিন্ন শহরে দাঙ্গাকারীদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়েছে। দেশটির প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহ সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের দোকানপাট ও মসজিদে হামলার জেরে সাময়িক সময়ের জন্য ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার চার্চে ও অভিজাত হোটেলে হামলা চালায় জঙ্গিরা। এতে ২৫০-এর বেশি লোক নিহত হয়। আহত হয় পাঁচ শতাধিক। এরপর থেকে দেশটিতে ব্যাপক অভিযান ও ধরপাকড় চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কা,মুসলিমদের ওপর হামলা,সহিংসতা,কারফিউ জারি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close