reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০১৯

ইফতারের সময় বাগদাদে হামলা, নিহত ৮

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো ১৫ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর জাপান টাইমসের।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাগদাদের জামিলা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে ভিড়ের ভেতরে ঢুকে পড়ে এই বিস্ফোরণের ঘটায়।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, সেখানকার স্থানীয় মুসলিমরা সারাদিনের রোজা শেষে যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে।

রয়টার্সের জানায়, এ হামলার দায় স্বীকার করেছে আইএস। আইএস এক বিবৃতিতে জানায়, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদে বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ৮ জন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগদাদ,আত্মঘাতী হামলা,বিস্ফোরণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close