reporterঅনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কার পুলিশ প্রধানের পদত্যাগ

ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন দেশটির পুলিশ প্রধান। শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পুজিথ জয়াসুন্দর ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন। খবর এনডিটিভির।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আইজিপি পদত্যাগ করেছেন। তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি খুব শিগগিরই নতুন আইজিপি মনোনীত করবো।

তবে সিরিসেনা যাকে মনোনীত করবেন, তিনি তখনই নিয়োগ পাবেন, যখন সাংবিধানিক পরিষদ তাকে অনুমোদন দেবে। এর আগে বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো পদত্যাগ করেন।

গত রোববার শ্রীলঙ্কায় তিনটি চার্চ ও চারটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ২৫৩ জন নিহত এবং আরো ৫০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও এর আগে নিহতের সংখ্যা ৩৫৯ জন বলে জানিয়েছিল শ্রীলঙ্কার কর্তৃপক্ষ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কা,পুলিশ প্রধান,পদত্যাগ,পুজিথ জয়াসুন্দর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close