reporterঅনলাইন ডেস্ক
  ২৫ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কায় সব চার্চ বন্ধ রাখার নির্দেশ

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর এখনও ‍পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হওয়ায় সব ক্যাথলিক চার্চ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটি। একই সঙ্গে প্রার্থনা সভাও স্থগিত করা হয়েছে।

শ্রীলঙ্কার একজন সিনিয়র যাজককে উদ্ধৃত করে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওই যাজক জানান, নিরাপত্তা রক্ষাকারীদের পরামর্শে আমরা সব চার্চই বন্ধ রাখছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চার্চে কোনো গণ জমায়েত হবে না। তবে সরকারি কর্মকর্তারা বলেছেন, রোববারের হামলার পর এরই মধ্যে দেশের নিরাপত্তার উন্নতি হয়েছে।

শ্রীলঙ্কায় গত রোববারের ভয়াবহ সিরিজ হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যেই এ ধরনের বিস্ফোরণ আরও আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। গতকাল বুধবার রাজধানী কলম্বোর স্যাভয় নামের জনপ্রিয় একটি সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত রোববার ইস্টার সানডে উদযাপনের সময় ৩টি গির্জা, ৩টি হোটেল এবং আরও দু'টি স্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫ শতাধিকের বেশি মানুষ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কা,চার্চ,বোমা হামলা,শ্রীলঙ্কায় হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close