reporterঅনলাইন ডেস্ক
  ২৩ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা

হামলাকারীর ভিডিও প্রকাশ

শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় এক হামলাকারীর ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে হামলার পূর্বে প্রস্তুতি নেয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

রোববার শ্রীলঙ্কায় ওই হামলার ঘটনায় ৩৫ বিদেশি নাগরিকসহ ৩২১ ব্যক্তি নিহত ও ৫০০ জন আহত হয়। এ ঘটনায় ৪০ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, দুই হামলাকারী ক্যাফেটেরিয়া ও হোটেলের বারান্দায় বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে।

রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ রাজধানীর বাইরে তিনটি গির্জায় একযোগে বোমা বিস্ফোরণ হয়।

ইস্টার সানডের প্রার্থনার সময় কলম্বোর সেন্ট আন্থোনি'স চার্চ, পশ্চিম উপকূলীয় শহর নেগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চ ও ব্যাটিকাকোলার জিওন চার্চে শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়।

একই সময়ে কলম্বোর পর্যটকদের কাছে জনপ্রিয় তিনটি বিলাসবহুল হোটেল শাংরি-লা, সিনামন এবং কিংসবারি হোটেলেও বোমা হামলা চালানো হয়। হোটেলগুলোতে আহতদের মধ্যে অধিকাংশ বিদেশি পর্যটক বলে জানা গেছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কা,হামলাকারী,ভিডিও
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close