reporterঅনলাইন ডেস্ক
  ১৮ এপ্রিল, ২০১৯

উড়িষ্যায় মাওবাদীদের হামলায় নারী পোলিং এজেন্ট নিহত

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোট হচ্ছে ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির মোট ৯৫ আসনে।

এদিকে ভারতের উড়িষ্যায় মাওবাদীদের হামলায় এক নারী পোলিং এজেন্ট নিহত হয়েছেন। একইসঙ্গে মাওবাদীরা নির্বাচনী কাজে ব্যবহৃত তিনটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বুধবার কান্ধামল জেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হওয়ার মাত্র একদিন আগে এসব হামলার ঘটনা ঘটলো।

পুলিশ জানিয়েছে, মাওবাদীরা নির্বাচন বয়কট করতেই হামলা চালিয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, জেলা শহর থেকে ৮৫ কিলোমিটার দূরে ফুলবানিতে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হামলা চালানো হয়। এ সময় পোলিং এজেন্টরা গাড়িতে করে বারহালা বুথের দিকে যাচ্ছিলো। মাওবাদীদের হিমলায় সংযুক্তা দিগাল (২৬) নামে এক পোলিং এজেন্ট গুলিবিদ্ধ হন।

পুলিশ কর্মকর্তা বিকে শর্মা জানান, গুলি সংযুক্তার মাথায় লেগেছিল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংযুক্তা রাজ্যের পঞ্চায়েত বিভাগের একজন কর্মকর্তা ছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী নাভীন পাটনায়েক এ ঘটনায় টুইট করে নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

কান্ধামলের ডিস্ট্রিক্ট কালেক্টর ডি ব্রান্ডা জানান, নির্বাচনি মালামাল বুথে নেওয়ার পথে পৃথক স্থানে মাওবাদীরা হামলা চালায়। এসময় তারা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনি মালামাল পুড়ে যায়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উড়িষ্যা,মাওবাদী,লোকসভা নির্বাচন,পোলিং এজেন্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close