reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০১৯

ভারতে বিজেপি কনভয়ে মাওবাদীদের হামলা, নিহত ৫

ভারতের পশ্চিমবঙ্গের ছত্তিসগড়ে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির কনভয়ে বোমা হামলায় একজন আইনপ্রণেতাসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

বিজেপির বিধায়ক ভিমা মান্ডভি ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় ওই হামলা চালানো হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাস্থলের ছবি দেখে ধারণা করা হচ্ছে মাওবাদীরা রাস্তায় পেতে রাখা বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণে গাড়িটি ছিন্নভিন্ন হয়ে এর বিভিন্ন অংশ বেশ কিছু দূর ছড়িয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন। এদের বেশিরভাগই আইনপ্রণেতা মান্ডভির নিরাপত্তাকর্মী বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা এনডিটিভিকে জানায়, বিস্ফোরণে বেঁচে যাওয়া লোকজন গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে কাছেই লুকিয়ে থাকা মাওবাদীরা গুলিবর্ষণ শুরু করে। এর ফলে যে বন্দুকযুদ্ধ শুরু হয় তা এখনও চলছে।

ঘটনার পরে ওই এলাকায় মোতায়েন হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, জঙ্গলে গোপন ঘাঁটি গড়া মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর।

সারা ভারতের সঙ্গে সঙ্গে ১১ এপ্রিল বৃহস্পতিবার ছত্তিসগড়েও প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হবে। প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত একমাত্র বস্তার আসনেই ভোটগ্রহণ হবে।

লোকসভা নির্বাচন শুরুর ঠিক দু’দিন আগেই এই হামলার ঘটনা ঘটল। জানা গেছে, কনভয়ে ছিলেন বিজেপি বিধায়ক ভিমা মান্ডভি।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,বিজেপি কনভয়,মাওবাদী,হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close