reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০১৯

সিরিয়ায় আইএস খেলাফতের অবসান

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) ‘সর্বশেষ ঘাঁটি’ থেকে জঙ্গি গোষ্ঠীটিকে হটিয়ে দিয়ে তাদের ঘোষিত কথিত ‘খেলাফতের সমাপ্তি’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট বাহিনী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ)। পূর্বাঞ্চলের শহর বাঘোজের ওই ঘাঁটি থেকে আইএসকে বিতাড়িত করার পর গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে এসডিএফ।

ইরাক সীমান্তের কাছের বাঘোজকে আইএস-মুক্ত করতে কয়েক সপ্তাহ ধরেই লড়াই চালিয়ে আসছিল বাহিনীটি। বিবিসি গতকাল শনিবার এ কথা জানায়। এক টুইটার বার্তায় এসডিএফের মুখপাত্র মুস্তফা বালি বলেন, বাঘোজকে মুক্ত করা হয়েছে। আইএসের বিরুদ্ধে সামরিক বাহিনীর বিজয় সম্পন্ন হয়েছে। তবে বাঘোজে আইএসের যে ছিটে-ফোঁটা রয়েছে তাদেরও নিশ্চিহ্ন করতে এসডিএফ তাদের লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, এসডিএফ এমন ঘোষণা দিলেও আইএসের কিছু যোদ্ধা বর্তমানে সিরিয়ার দূরবর্তী মরুভূমি এলাকা এবং ইরাকের বিভিন্ন শহরে অবস্থান করছে। সেখানে তারা মাঝেমধ্যে গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায় এবং অপহরণের মতো কাজ করে থাকে। মধ্যপ্রাচ্যজুড়ে আরব বসন্তের ঢেউ উঠলে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে ২০১৪ সালে খেলাফত ঘোষণা করেন আইএসের নেতা আবু বকর আল বাগদাদি।

আইএস তাদের অস্তিত্ব জানান দিতে ওই এলাকায় নৃশংসতার পাশাপাশি বর্বরোচিত হত্যাকাণ্ড চালাতে থাকে। তাদের দমাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে লড়াইয়ে নামে রাশিয়া। আর বাশারের পতনে সশস্ত্র বিদ্রোহ শুরু করা এসডিএফের পক্ষ নিয়ে ময়দানে নামে যুক্তরাষ্ট্র।

সিরিয়ার ময়দানে একদিকে আইএসবিরোধী উভয়পক্ষের লড়াই, অন্যদিকে প্রেসিডেন্টের বিরুদ্ধে এসডিএফসহ অন্যান্য বিদ্রোহীরা যুদ্ধ চালিয়ে এলেও শেষতক বাশারের পালেই হাওয়া বইছে বলে জানিয়েছে আরব বিশে^র একাধিক সংবাদমাধ্যম। রাশিয়া ও ইরানের সমর্থনে টিকে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরিয়া,আইএস,খেলাফত,জঙ্গিগোষ্ঠী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close