reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০১৯

ঘূর্ণিঝড় ইদায়

মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা

ঘূর্ণিঝড় ইদায়ের আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি। সোমবার দেশটির এক রেডিওতে এ কথা বলেন তিনি।

মোজাম্বিকে গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি বয়ে যায়। এরপরে দেশটিতে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। ফিলিপ বলেন, এ পর্যন্ত ৮৪ জনের বেশি লোকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমরা আশঙ্কা করছি সেটা ১ হাজার লোক ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় ইদাইয়ের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ লোক বিপদে আছে।

মোজাম্বিকের পরিবেশ মন্ত্রী সেলসো কোরেয়া বিরা আন্তর্জাতিক বিমানবন্দরে এএফপিকে বলেন, আমি মনে করি এটি হচ্ছে মোজাম্বিকে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়টি দেশটির সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন আমাদের সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে মানুষকে বাঁচানো।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মোজাম্বিকের অধিক ক্ষতিগ্রস্ত অনেক এলাকাতে এখনও প্রবেশ করা যাচ্ছে না। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোজাম্বিক,ঘূর্ণিঝড়,ইদায়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close