reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় পুলিশ নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় অন্তত ১৮ ভারতীয় পুলিশ নিহত হয়েছে। নিহত সবাই ভারতীয় আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য।

এতে গুরুতর আহত হয়েছেন, ৪০ জন। যার মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বিতর্কিত হিমালয় অঞ্চলের আওয়ান্তিপোরা নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। এর দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জঈশ-ই মোহাম্মদ। আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল বুধবার ভারতীয় বাহিনীর গাড়ি বহরে দুস্কৃতিকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায়। তিন বছরে ভারতীয় বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ।

সিআরপিএফ পরিচালক জেনালেল রাজিব রায় জানান, ওই গাড়ি বহরে আড়াই হাজারের মতো নিরাপত্তাকর্মী ছিলেন। বার্তা সংস্থা এপির খবরে নিহতের সংখ্যা ২০ জনেরও বেশি উল্লেখ করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাশ্মীর,সন্ত্রাসী হামলা,ভারতীয় পুলিশ,নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close