reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০১৯

ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৮

এখনো নিখোঁজ ৩ শতাধিক মানুষ

ব্রাজিলের একটি বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ৩ শতাধিক মানুষ। এদের মধ্যে শতাধিক মানুষ নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ভোররাতে মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরের ওই বাঁধটি ধসে পড়ে। ধসের পর ছড়িয়ে পড়া কাঁদায় আশেপাশের বহু এলাকার মানুষ আটকে পড়েছেন। প্রাদেশিক গভর্নর বলেছেন জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা খুবই কম।

ঘটনাস্থলে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন ব্রাজিলের দুর্যোগ মোকাবিলা কর্মীরা। উদ্ধারকাজে ১২টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে ১৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এদের মধ্যে ২৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ধসে পড়া বাঁধটির মালিক ব্রাজিলের অন্যতম খনি কোম্পানি ভ্যালে। এর আগে ২০১৫ সালে মিনাস জেরাইস প্রদেশের আরেকটি বাঁধ ধসে ১৯ জনের মৃত্যু হয়। ওই বাঁধের মালিকানাতেও ভ্যালের অংশীদারিত্ব ছিল।

আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, বিস্তৃত এলাকার গাছপালা ও কৃষিক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ বেশ কিছু বাড়িঘরের ছবিও দেখা যায়। কোনো কোনো বাড়ি দাঁড়িয়ে থাকলেও ছাদের ওপর ছিলো কাদার আস্তরণ। ব্রাজিলের পরিবেশ সুরক্ষা সংস্থা ইলবামা জানিয়েছে, ধারণা করা হচ্ছে বাঁধ ধসের কারণে লাখ লাখ টন পানি ও কাঁদা ছড়িয়ে পড়েছে।

ফায়ার ব্রিগেডের সদর দফতরের এক বিবৃতিতে বলা হয়, ৩৯ হাজার মানুষের শহর ব্রুমাদিনহোর আশেপাশের এলাকায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার কাজ চালাচ্ছে।

ব্রাজিলের খনি কোম্পানি ভ্যালের পক্ষ থেকে বাঁধ ধসের কারণ না জানালেও বলা হয়েছে, কর্মী ও বাসিন্দাদের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। শনিবার ওই এলাকা পরিদর্শনে যান দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাঁধ ধস,ব্রাজিল,দুর্যোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close