reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০১৯

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ডাটা রেকর্ডার উদ্ধার

ইন্দোনেশিয়ার সাগরে লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। সোমবার ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

গত বছরের অক্টোবরে লায়ন এয়ারের বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ১৮৯ জনের সকলেই প্রাণ হারায়।

ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান হারিও সাতমিকো এএফপিকে বলেন, ‘আমরা সোমবার সকাল ৯টার দিকে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেছি।’

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র আগুং নুগরোহো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সমুদ্রতলের কাদাযুক্ত মাটির ২৬ ফুট গভীরে ভয়েস রেকর্ডারটি পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তারা এর আগেই বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটির ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করে। গত ২৯ অক্টোবর সাগরে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানটির গতি কেমন ছিল, ভূমি থেকে বিমানটি কত উচুঁতে অবস্থান করছিল এবং বিমানটি কোন দিকে যাচ্ছিল— সে বিষয়ে ফ্লাইট ডাটা রেকর্ডারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইন্দোনেশিয়া,লায়ন এয়ার,ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close