reporterঅনলাইন ডেস্ক
  ২৯ ডিসেম্বর, ২০১৮

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির মিন্দানাও দ্বীপের দক্ষিণে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পর পর্যবেক্ষকরা ফিলিপাইন ও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় সম্ভাব্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, এটি গভীরতা ছিল ৫৯ কিলোমিটার। ইউএসজিএস প্রাথমিকভাবে ওই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২ মাত্রার বললেও, পরে তা ৬ দশমিক ৯ মাত্রায় নামিয়ে আনা হয়।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা ব্যবস্থা সতর্ক করে বলছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সমুদ্র এলাকায় সুনামি আঘাত হানতে পারে। এর জন্য সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিলিপাইন,ভূমিকম্প,সুনামি সতর্কতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close