reporterঅনলাইন ডেস্ক
  ২২ ডিসেম্বর, ২০১৮

মার্কিন শেয়ার বাজারে বড় ধস

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটেছে। এটিকে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় দরপতন বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, উচ্চ সুদের হার ও সম্ভাব্য সরকারি কর্মবিরতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান নাসডাক তাদের শেয়ারের শীর্ষ অবস্থান থেকে ২০ শতাংশ কমে গেছে। এটি প্রায় তথাকথিত ‘বেয়ার মার্কেট’ অঞ্চলে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ দরপতন এমন অবস্থায় চলে এসেছে যে, শেয়ার হোল্ডাররা শেয়ার বিক্রি করতে উদ্বুদ্ধ হচ্ছেন। শুক্রবার মার্কিন শেয়ার বাজারের তিনটি ইনডেক্সের প্রায় প্রতিটির দর তলানির কাছাকাছি চলে আসে।

২০১১ সালের আগস্টের পর মার্কিন শেয়ার বাজারে এটিই সবচেয়ে বড় দরপতন। ২০০৮ সালের নভেম্বরের পর সেবার নাসডাকের শেয়ারের পতন হয়েছিল ৮.৩৬ শতাংশ। আর ডো জনসের পতন হয়েছিল ৬.৮ শতাংশ। দ্য ডো জনস ২০০৮ সাল থেকে তাদের শেয়ারে সবচেয়ে বড় দরপতন দেখেছে গত সপ্তাহে। দ্য এস অ্যান্ড পির শেয়ার পড়ে গেছে সাত শতাংশ। তথ্যসূত্র : বিবিসি

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মার্কিন শেয়ার বাজার,শেয়ার বাজার,যুক্তরাষ্ট্র,ধস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close