reporterঅনলাইন ডেস্ক
  ২১ ডিসেম্বর, ২০১৮

সোমালিয়ায় মার্কিন হামলায় ১১ জঙ্গি নিহত

মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা সোমালিয়ার রাজধানীর উপকণ্ঠে আল-শাবাব জঙ্গিদের লক্ষ্য করে বুধবার দুই দফা বিমান হামলা চালিয়েছে। এতে আল-শাবাবের ১১ জঙ্গি নিহত হয়েছে। খবর সিনহুয়ার।

ইউ.এস. আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এক বিবৃতিতে জানায়, মোগাদিসুর প্রায় ৪০ কিলোমিটার উত্তরে বেলাদ আমিন সাউথের কাছে আল-শাবাব জঙ্গিদের লক্ষ্য করে চালানো দুই দফা বিমান হামলা ছিল আত্মরক্ষামূলক।

বিবৃতিতে বলা হয়, সোমালিয়ায় সোমালি অ্যান্ড আফ্রিকান ইউনিয়ন মিশন (এএমআইএসওএম) বাহিনীর সদস্যরা আল-শাবাবের বিভিন্ন ঘাঁটি গুঁড়িয়ে দিতে এ অঞ্চলে অভিযান চালানোর সময় এ জঙ্গি সংগঠনের যোদ্ধারা হামলা চালালে সেখানে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি যুদ্ধ বেধে যায়।

আফ্রিকম জানায়, এ অভিযান চলাকালে মার্কিন বাহিনীর কেউ হতাহত হয়নি। তারা আরো জানায়, এ দুই বিমান হামলায় কোন বেসামরিক নাগরিক আহত বা নিহত হয়নি। বিবৃতিতে বলা হয়, এ জঙ্গি গ্রুপ সোমালিয়ার রাজধানীতে হামলা চালাতে বেলাদ আমিন সাউথ এলাকা ব্যবহার করে থাকে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মার্কিন হামলা,সোমালিয়া,জঙ্গি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close