reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ডিসেম্বর, ২০১৮

মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে

বিশ্বের ৯৩ প্রতিযোগীকে পেছনে ফেলে ২০১৮ সালের মিস ইউনিভার্সের মুকুট জিতে নিলেন ফিলিপাইনের প্রতিযোগী ক্যাট্রিওনা গ্রে। সোমবার থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরেন তিনি।

২৪ বছর বয়সী ক্যাট্রিওনা গ্রে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন। আমেরিকায় পড়াশোনা করেছেন মিউজিক নিয়ে।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই আলোচনায় ছিল। মিস ইউএসএ সারা রোজ সামারস মিস কম্বোডিয়া ও মিস ভিয়েতনামের ইংরেজি ভাষার অদক্ষতা নিয়ে কথা বলে দারুণ সমালোচিত হয়েছেন। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন সামারস। পরে সেরা দশ বাছাইয়ের সময় বাদ পড়েছেন তিনি।

এছাড়াও এবারের প্রতিযোগীতায় চমক ছড়িয়েছেন মিস স্পেন অ্যানজেলা পঞ্চে। প্রথম ট্রান্সজেন্ডার প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিলিপাইন,মিস ইউনিভার্স,ক্যাট্রিওনা গ্রে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close