reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ডিসেম্বর, ২০১৮

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮

সিরিয়ার আফরিন শহরে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হওয়ার খবর ‍পাওয়া গেছে। ওই ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন বেসমারিক ব্যক্তি আর অপর ৪ জন যোদ্ধা ছিলেন বলে জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

দেশটির ওই শহরটি তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। বিদ্রোহীদের লক্ষ করে এ হামলা চালানো হয়েছে বলে খবরে বলা হয়েছে। কিন্তু কারা ওই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তুরস্কের সেনাবাহিনী সমর্থিত বিদ্রোহী বাহিনী চলতি বছরের শুরুর দিকে ওয়াইপিজি’র কাছ থেকে আফরিন দখল করে নেয়। ২০১৬ সালের পর এটিই উত্তরাঞ্চলীয় সিরিয়ায় তুরস্কের দ্বিতীয় বৃহত্তম অভিযান ছিল।

তুরস্কের অভিযোগ, ওয়াইপিজি একটি সন্ত্রাসী সংগঠন। তুরস্কের সীমান্তবর্তী আফরিনে বর্তমানে মার্কিন বাহিনীর সঙ্গে ওয়াইপিজি’র যোদ্ধারাও অবস্থান করছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাড়ি বোমা,বিস্ফোরণ,সিরিয়া,তুরস্ক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close