reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০১৮

ভারতে গরু হত্যার গুজবে সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর গরু হত্যার গুজবে ফের উত্তপ্ত। সোমবার পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে পুলিশসহ ২ জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকায় মাহু গ্রামের বাইরে একটি মাঠে প্রায় ২৫টি গরুর মাংস পড়ে আছে বলে গুজব রটে। এর জেরে গতকাল সোমবার প্রতিবাদে নামে ওই এলাকার শত শত মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।

বুলন্দশহরের জেলাশাসক অনুজ কুমার ঝা বলেন, 'বিক্ষোভকারীদের অবরোধ তুলতে অনুরোধ করায় কোনো কাজ হয়নি। বরং ওই অবরোধকারীদের মধ্যে থেকে দুষ্কৃতিকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। এছাড়া পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয় এবং পুলিশকে লক্ষ করে গুলি করে।

পরে অবরোধ ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুন্যে গুলি চালায় পুলিশ। সংঘর্ষে একজন পুলিশ ও বিক্ষোভকারী নিহত হন। গুরুতর আহত হন আরো কয়েকজন।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,গুজব,গরু,গরু হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close