reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০১৮

চীন-আমেরিকা বাণিজ্যযুদ্ধ অবসানে সম্মত

চীন ও আমেরিকা তাদের মধ্যকার বাণিজ্যযুদ্ধ অবসানে সম্মত হয়েছে। শনিবার আর্জেন্টিনার জি-২০ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে সম্মত হয় দেশ দুটি। খবর রয়টার্সের।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, আগামী বছরের শুরুতে চীনের আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ হারে ধরা হবে এবং সেটা ২৫ শতাংশে বৃদ্ধি করা হবে না। অন্যদিকে চীনও আমেরিকা থেকে বিভিন্ন পণ্য কিনতে সম্মত হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, চীন ইতোমধ্যে আমেরিকার বিভিন্ন বাণিজ্যিক পণ্য কেনা শুরু করেছে। এছাড়া দুই দেশের প্রধান তাদের অবকাঠামো পরিবর্তন, প্রযুক্তির স্থানান্তর, নন ট্যারিফ ব্যারিয়ার, সাইবার সমস্যা ও এর সমাধানে দুই দেশের ভূমিকা নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন বলে উল্লেখ করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীন ও আমেরিকা,বাণিজ্যযুদ্ধ,জি-২০ সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close