reporterঅনলাইন ডেস্ক
  ২৭ নভেম্বর, ২০১৮

নিজেকেই ‘বাহবা’ দিলেন ট্রাম্প

নিজেই নিজেকে বাহবা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারে তেলের দাম কমানোর জন্য নিজেকে ধন্যবাদ জানালেন ট্রাম্প। খবর ইউএসএ টুডের।

গত অক্টোবর মাসে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৮৫ ডলার। পরের মাসেই সেটার দাম কমে দাঁড়ায় ৬০ ডলারের নিচে। এজন্য সৌদি আরবের বিপুল পরিমাণ তেল তোলাই প্রধান কারণ। তবে পুরো কৃতিত্ব নিজের কাঁধে তুলে নেন ট্রাম্প। এজন্য টুইটারে নিজেকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন।

ইরানের ওপর নিসেধাজ্ঞা আরোপের পর বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে। কয়েক মাস আগে তাই হয়েছিল। কিন্তু তেলের দাম কমানোর জন্য বিপুল পরিমাণে তেল উত্তোলনে একপ্রকার চাপ দেয় সৌদি আরবকে।

একপ্রকার বাধ্য হয়ে ট্রাম্প প্রশাসনকে খুশি করাতে রেকর্ড পরিমাণে তেল উত্তোলন করে সৌদি। সংশ্লিষ্ট সূত্রের খবর, নভেম্বরে দৈনিক গড় উত্তোলন রেকর্ড ১.১১-১.১৩ কোটি ব্যারেলে নিয়ে গিয়েছে সৌদি আরব।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডোনাল্ড ট্রাম্প,মার্কিন প্রেসিডেন্ট,বাহবা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close