reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৮

অস্ট্রেলিয়ায় ধূলিঝড়, সিডনিতে সতর্কতা

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া ঢাকা পড়েছে ভয়াবহ ধূলিঝড়ে। সেখানে আকাশের রঙ কমলা বর্ণ ধারণ করেছে। আশঙ্কা করা হচ্ছে বায়ুদূষণের। এছাড়া, প্রায় ৩১০ মাইল এলাকায় ছড়িয়ে পড়া এই ধূলিঝড় বৃহস্পতিবার প্রবেশ করতে শুরু করেছে সিডনিতে। তাই শহরটিতে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানায়, নিউ সাউথ ওয়েলস ও অন্যান্য অঞ্চলে দৃষ্টিসীমা ক্ষীণ হয়ে গেছে। শুকনো মাটি, বালিসহ ঝড়টি আরো শক্তিশালী হচ্ছে। গত আগস্ট থেকে সেখানে বৃষ্টি হচ্ছে না। তীব্র খরার কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিশু, বয়স্ক ও শ্বাসজনিত সমস্যা যাদের রয়েছে তাদের ঘরে থাকার জন্য নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য দফতর।

সিডনি থেকে ১১শ কিলোমিটার পশ্চিমের শহর ব্রোকেন হিল। সেখানকার বাসিন্দা ম্যাট হুইটলাম জানান, বুধবার থেকে ধূলিঝড় তাদের কাবু করছে। ঘর থেকে বেরুলো চোখে আঘাত পেতে হচ্ছে। পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সতর্কতা জারি,অস্ট্রেলিয়া,ধূলিঝড়,সিডনি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close