reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০১৮

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ

জ্বালানি তেলের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে ফ্রান্সজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। এ বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্ঘটনায় এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফ কাস্তানেখ জানান, স্থানীয় সময় শনিবার দেশটির দুই সহস্রাধিক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। এ সময় এক বিক্ষোভকারী একটি গাড়ির ধাক্কায় নিহত হন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্যাভোয়ায় এক গাড়িচালক যখন দেখেন বিক্ষোভকারীরা সড়ক বন্ধ করে দিচ্ছেন, তখন আতঙ্কিত হয়ে তিনি দ্রুত গাড়ি চালিয়ে বের হয়ে যাওয়া চেষ্টা করেন।

এ সময় তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক নারী বিক্ষোভকারী নিহত হন। ওই নারী গাড়িচালক তার মেয়েকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনার পর তাকে গ্রেফতার করে পুলিশ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিক্ষোভ,জ্বালানির মূল্যবৃদ্ধি,ফ্রান্স,প্রতিবাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close