reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০১৮

জিম্বাবুয়েতে বাসে আগুন লেগে নিহত ৪২

জিম্বাবুয়েতে যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে ৪২ জন যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

দক্ষিণ আফ্রিকার সীমান্তের কাছে গাড়ির ভেতরে যাত্রীর সঙ্গে থাকা সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসের যাত্রীরা দক্ষিণ আফ্রিকার মুসিয়ানা শহরে কেনাকাটা ও রাত যাপনের জন্য যাচ্ছিলেন।

জিভিস্বাবানে থেকে বাইতব্রিজে যাওয়ার পথে ফিলাবুসি টাউনে বিস্ফোরণ ঘটে। শুক্রবার দেশটির ওই প্রদেশে এমন হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা জানান, অন্ধকার নামার পর পর বাতি জ্বালানোর আগে পুরো বাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়। এরপর আলো জ্বালানো হলে বাসটিতে প্রচণ্ড আগুন ধরে যায় এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়।

বেঁচে যাওয়া বাসের এক যাত্রী বলেন, কিছু বুঝে ওঠার আগেই আগুনের কুণ্ডলী তাদের গ্রাস করে ফেলে। তিনিসহ কয়েকজন বাইরে বের হয়ে আসেন। কিন্তু অন্যদের সাহায্য করার মতো অবস্থা ছিলো না।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিম্বাবুয়ে,বাসে আগুন,বাসযাত্রী নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close