reporterঅনলাইন ডেস্ক
  ১৬ নভেম্বর, ২০১৮

নতুন যুদ্ধাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

অত্যাধুনিক কৌশলগত যুদ্ধাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় কিম সন্তুষ্টি প্রকাশ করেছেন

উত্তর কোরিয়া একেবারে নতুন একটি অত্যাধুনিক কৌশলগত যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন নতুন উদ্ভাবিত এ অস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেন। শুক্রবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ কথা জানায়। তবে পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে নিরস্ত্রীকরণসংক্রান্ত আলোচনায় উত্তাপ বৃদ্ধি পাবে।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সুকৌশলী কূটনীতি শুরু করার প্রায় এক বছর পর পিয়ংইয়ং সরকারিভাবে এই প্রথমবারের মতো একটি অস্ত্র পরীক্ষার কথা জানালো।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম জং উন একাডেমি অব ডিফেন্স সায়েন্স’র পরীক্ষাস্থল পরিদর্শন করেন এবং একেবারে নতুন উদ্ভাবিত একটি অত্যাধুনিক কৌশলগত যুদ্ধাস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেন।

সংস্থাটি আরো জানায়, সফলভাবে এ অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। তবে এটি কি ধরনের অস্ত্র ছিল সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এ অস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় কিম অনেক সন্তুষ্টি প্রকাশ করেন এবং এর মধ্যদিয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর যুদ্ধের সক্ষমতা অনেক বেড়ে গেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুদ্ধাস্ত্র,উ. কোরিয়া,কিম জং উন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close