reporterঅনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর, ২০১৮

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৯

দুটি ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর লস অ্যঞ্জেলসের পশ্চিমের প্রধান মহাসড়ক ও উপকূলীয় অঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে।

ভয়াবহ এ দাবানল ছড়িয়ে পড়লে একটি গাড়িতে আগুন লেগে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে শুরু হওয়া এ দাবানলে এখন পর্যন্ত ঘরছাড়া হয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ।

ভয়াবহ দাবানল দুটি খুব দ্রুত চারপাশে এলকাগুলোতে ছড়িয়ে পড়ছে। গতরাতে লস অ্যাঞ্জেলসের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মহাসড়কসহ এ দাবানলটি ছড়িয়ে পড়েছে প্রায় ১৪ হাজার একর এলাকাজুড়ে।

এছাড়া সেখানকার গুরুত্পূর্ণ শহর থাউসেন্ড ওকসের পাশে ৪০ মাইলব্যাপী আঘাত হেনেছে দাবানল দুটি। দাবানলের কবলে পড়ে শহরটির প্রায় ৭৫ হাজার মানুষকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেশ কিছু শহরের মানুষকে নিরাপদে অন্য জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জীবন বাঁচাতে আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় গভর্নর।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দাবানল,ক্যালিফোর্নিয়া,নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close