reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন : চলছে ভোট গণনা

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৮টার মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে এই ভোট গ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা।

ইতোমধ্যে আসতে থাকা প্রাথমিক ফলাফলে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেটে ও ডেমোক্রেটরা হাউজ অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে চিন্তায় ডেমোক্র্যাটরা। কারণ, তাদেরকে নিয়ন্ত্রণ নিতে হলে ২৩টির বেশি আসনে জিততে হবে। আর সিনেটের ৩৫টিতে ভোট হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ আসনই ডেমোক্র্যাটদের। ফলে এগুলোতে তো জিততেই হবে। আবার অতিরিক্ত আরো আসনে জয় পেতে হবে।

বর্তমানে রিপাবলিকানরা দুটি কক্ষেরই নিয়ন্ত্রণে আছে। ফলে তাদের সেই আসন ধরে রাখতে হবে। আসন হারালে বিপদে পড়তে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার অনেক কঠোর নীতি বাতিল হয়ে যেতে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধ্যবর্তী নির্বাচন,যুক্তরাষ্ট্র,ভোট গণনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close