reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৮

সৌদিতে প্রথমবারের মতো পরমাণু প্রকল্প

সৌদি আরব এবার প্রথমবারের মতো পরমাণু প্রকল্প চালু করেছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সোমবার একটি চুল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গতকাল সোমবার কিং আব্দুল আজিজ 'সিটি ফর সায়েন্স এন্ড টেকনোলজি' সফরে গিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি মোট ৭টি প্রকল্পের উদ্বোধন করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো, পরমাণু গবেষণা চুল্লি ও বিমান শিল্প উন্নতকরণ প্রকল্প।

এর আগে গত মার্চে পরমাণু অস্ত্র নির্মাণ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিলেন যুবরাজ সালমান। এরই প্রেক্ষিতে পরমাণু প্রকল্প চালু করতে যাচ্ছে সৌদি আরব।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরমাণু প্রকল্প,সৌদি আরব,যুবরাজ মোহাম্মদ বিন সালমান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close