reporterঅনলাইন ডেস্ক
  ২৮ অক্টোবর, ২০১৮

যুক্তরাষ্ট্রে ধর্মশালায় বন্দুকধারীর হামলায় নিহত ১১

মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের এক ধর্মশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। পেনসালভ্যানিয়ার পিটসবার্গ শহরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে এ হামলা হয় বলে জানা গেছে।

অ্যালেগেইনি কাউন্টির ডেপুটি শেরিফ কেভিন ক্রাউস জানিয়েছেন, পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে বিশেষ প্রার্থনায় অংশ নিচ্ছিলেন বেশ কয়েকজন লোক। এ সময় সেখানে হামলার ঘটনা ঘটে। গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ বলছে, সিনাগগ ভবনে প্রবেশ করে বন্দুকধারী চিৎকার করে বলে, সব ইহুদির মরা দরকার। পিটসবার্গের জননিরাপত্তা বিষয়ক প্রধান বলেন, আমার দেখা অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা, এটা এক ধরনের হেইট ক্রাইম।

হামলায় আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬১ বছর বয়সী এক নারী, ৭০ বছর বয়সী এক বৃদ্ধ পুরুষ ও ৫৫ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন ও একজন শার্পনেলের আঘাতে আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,বন্দুকধারীর হামলা,ধর্মশালা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close