reporterঅনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর, ২০১৮

ইয়েমেনে কারখানায় বিমান হামলায় নিহত ১৬

ইয়েমেনের হোদেইদাহ প্রদেশে একটি সবজি প্যাকেটজাতকরণ কারখানায় বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত হয়েছেন।

বায়াত আল ফাকিহ শহরের মেডিক্যাল কর্মী ও বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। এ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন।। বায়াত আল ফাকিহ হোদেইদাহ শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিমান থেকে ফেলা বোমাগুলো শহরের আল মাসৌদি এলাকায় একটি সবজি প্যাকেটজাতকরণ কারখানায় আঘাত হানে এবং হতাহতরা সবাই ওই কারখানার কর্মী বলে জানিয়েছেন তারা।

এদিকে হুতিদের গণমাধ্যমের প্রতিবেদনে এ হামলায় ১৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি আরব সামরিক জোট ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। তারপর থেকে তারা ইয়েমেনের ইরান ঘেঁষা বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে। এসব হামলায় প্রায়ই বেসামরিকদের প্রাণহানি হচ্ছে।

তবে সৌদি সামরিক জোট এসব হামলা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না বলে দাবি করে আসছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইয়েমেন,বিমান হামলা,সৌদি সামরিক জোট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close