reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০১৮

উগান্ডায় ভূমিধসে ৪১ জনের মৃত্যু

কাদা ও পাথরের ঢলে ধ্বংস হয়ে গেছে বাড়িঘর

উগান্ডার পশ্চিমাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। শুক্রবার একটি নদীর পানির চাপে বাঁধ ভেঙে গেলে ব্যাপক কাদা ও পাথরের ঢলে ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়িঘর। দুর্যোগ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন। শুক্রবার দিনের শেষ সময় পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে গেছেন উদ্ধারকর্মীরা। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অগণিত মানুষ।

উগান্ডার ত্রাণ, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও শরণার্থীবিষয়ক মন্ত্রী হিলারি ওনেক বলেন, ৪১টি প্রাণ হারিয়ে গেছে। কিন্তু উদ্ধারকর্মীরা নদীর তীরবর্তী এলাকাগুলোতে বেঁচে থাকা মানুষের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলগুলোতেও হতাহতের ঘটনা ঘটেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উগান্ডা,ভূমিধস,দুর্যোগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close