reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

ভারী তুষারপাত

হিমাচলে ৩৫ শিক্ষার্থীসহ নিখোঁজ ৪৫

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলে পর্বত আরোহণে যাওয়া ৪৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানায় চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

বার্তা সংস্থাটি জানায়, পর্বতারোহীদের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫ জন শিক্ষার্থী ছিলেন। লাহাউল-স্পিতি জেলার পাহাড়ি এলাকায় গিয়েছিল ওই গ্রুপ। ভারী তুষারধসের পর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এক শিক্ষার্থীর বাবা রাজবীর সিং বলেন, তাদের দলটি হাম্পতা পাসে পর্বতারোহে গিয়েছিল। সেখান থেকে মানালিতে ফিরে আসার কথা ছিল তাদের। কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিমলার স্থানীয় এক কর্মকর্তা সিনহুয়াকে জানায়, তারা উদ্ধার অভিযান শুরু করেছে। তিনি বলেন, ‘ভারতের বিমান বাহিনীর সদস্যসহ আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। আশা করি তাদের খুঁজে পাওয়া যাবে।’

হিমাচলের আবহাওয়া দফতর জানিয়েছে, মানালির কাছাকাছি ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পাশাপাশি গত কয়েক দিনে আরো বেশ কিছু এলাকায় ভারী তুষারপাত ও বৃষ্টিপাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো হিমাচল প্রদেশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিমাচল,শিক্ষার্থী নিখোঁজ,পর্বতারোহী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close