reporterঅনলাইন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

জাপানের নারিতা বিমানবন্দরে বোমা আতঙ্ক

রানওয়ে সাময়িক বন্ধ

জাপানের নারিতা বিমানবন্দরের দুটি রানওয়ের একটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রানওয়েটির পাশে বোমা পুঁতে রাখা হয়েছে এমন সন্দেহে এ পদক্ষেপ নেওয়া হয়। কর্মকতারা এ কথা জানিয়েছেন।

স্থানীয় পুলিশ সন্দেহজনক বস্তুটি অপসারণ করেছে। বিমানবন্দরটিতে একটি রানওয়ের কার্যক্রম স্বাভাবিক ছিল বলে সেখানে কোনো ফ্লাইট বাতিল করার প্রয়োজন পড়েনি। খবর এএফপি’র।

টোকিওর পূর্বাঞ্চলীয় জাপানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতার এক মুখপাত্র বলেন, ঠিকাদাররা সেখানে রাতে কাজ করার সময় বিস্ফোরক জাতীয় ওই বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, বস্তুটির বিস্ফোরণের সম্ভাবনা খুবই কম। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছে। বিমানবন্দরটি বছরে ৪ কোটি যাত্রী ও আড়াই লাখ ফ্লাইট পরিচালনা করে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রানওয়ে,বোমা আতঙ্ক,জাপান,নারিতা বিমানবন্দর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close