reporterঅনলাইন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

চীনে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলা, নিহত ৯

চীনে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির হুনান প্রদেশের একটি ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে (৫৪) আটক করেছে পুলিশ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কয়ারে এ ঘটনা ঘটে।

তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকারি কর্মকর্তারা। বেইজিং ইউথ ডেইলি জানায়, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকসংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন ওই গাড়ির চালক।

এর আগে ২০১৩ সালে রাজধানী বেইজিংয়ের টাইনানমেন স্কয়ারে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়েছিল। সেসময় ৫ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছিলেন। পুলিশ ওই ঘটনাকে আত্মঘাতী হামলা বলে দাবি করেছিল। স্থানীয় মুসলিম উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়কে এর জন্য দায়ী করা হয়েছিল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাড়ি হামলা,চীন,দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close