reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০১৮

বাবা-মার মোবাইল আসক্তির প্রতিবাদে শিশুদের প্রতিবাদ

বাবা-মার মোবাইল আসক্তির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে একদল শিশু। বিক্ষোভ করে তারা এর প্রতিবাদ জানিয়েছে। জার্মানির হামবুর্গ শহরে এই অভিনব ঘটনা ঘটেছে।

বিক্ষোভের আয়োজন করে ৭ বছরের শিশু এমিলি। তার মা-বাবা বিক্ষোভের জন্য হামবুর্গ পুলিশের অনুমতির ব্যবস্থা করে দেয়। শিশু ও তাদের অভিভাবকরা মিলে প্রায় দেড়শ মানুষ এতে অংশ নেয়। মিছিলে শিশুরা নিজেরাই পোস্টার বানিয়ে নিয়ে আসে।

মিছিলের পর এমিলি সংক্ষিপ্ত সমাবেশে হ্যান্ড মাইকে বলে, আমি আশা করছি আজকের পর আমাদের অভিভাবকরা মোবাইলে কম সময় ব্যয় করবে। কারণ মা-বাবার মোবাইল আসক্তি তার সন্তানদের উপর আচরণগত সমস্যা তৈরি করে।

সব বাবা-মার উদ্দেশে এই শিশু বলে, আমার সঙ্গে খেলো। তোমাদের মোবাইলের সঙ্গে খেলো না। সমাবেশে এক অভিভাবক বলেন, মা-বাবার অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে সন্তান ঘ্যানঘ্যান টাইপের হয়ে উঠতে পারে। হাইপারঅ্যাক্টিভ বা হতাশাগ্রস্ত হয়ে উঠতে পারে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জার্মানি,মোবাইল আসক্তি,প্রতিবাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close