reporterঅনলাইন ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

রোহিঙ্গা ইস্যু

বিচার করার এখতিয়ার আইসিসির নেই : মিয়ানমার

রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নেই বলে দাবি করেছে মিয়ানমার সরকার। ‘বিচারের এখতিয়ার আছে’ মর্মে গত বৃহস্পতিবার আইসিসির দেয়া রুলিংয়ের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের পক্ষ থেকে এই বিবৃতি আসল।

মিয়ানমার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এই রুলিংকে ‘ত্রটিপূর্ণ প্রক্রিয়া ও সন্দেহজনক আইনি ভিত্তির’ ফল হিসেবে অভিহিত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এখতিয়ারের প্রশ্নে কোনও আইনি যুক্তির ওপর ভিত্তি না করা হয়নি। উপরন্তু আদালতের ওপর আবেগ দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে।

বিচারের বিষয়ে আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুদার একটি আবেদনের প্রেক্ষিতে আইসিসি এই রুলিং দিয়েছে। এখন প্রাথমিক তদন্ত শুরু করতে হলে বেনসুদার পক্ষ থেকে একটি আবেদন আইসিসিতে করতে হবে। কিন্তু সে ধরনের কোনও অভিযোগ এখনও করা হয়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিচার,রোহিঙ্গা ইস্যু,মানবতাবিরোধী অপরাধ,আইসিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close