reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

এমিরেটসের বিমানে হঠাৎ অসুস্থ ১০০ যাত্রী ও ক্রু

এমিরেটসের একটি বিমানের ভেতরে ১০০ যাত্রী ও ক্রু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে অবতরণের পর তাদের কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি দুবাই থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে গিয়ে পৌঁছায়। এই ঘটনার পর বিমানটিকে সাময়িকভাবে আলাদা করে রাখা হয়েছে। বিমানটিতে ৫২১ জন যাত্রী ছিল।

অবতরণের সাথে সাথে বিভিন্ন জরুরি বিভাগের গাড়ি রানওয়েতে জড়ো হতে শুরু করে। চিকিৎসকরা বলছেন, যাত্রীরা জ্বর ও কাশিতে অসুস্থ হয়ে পড়ার কথা বলেছেন। অবতরণের আগেই পাইলট জানিয়েছিলেন বেশকিছু যাত্রী কাশছেন এবং তাদের গায়ের তাপমাত্রাও খুব বেশি।

বিমানের ভেতরে একসাথে এতো যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে এটাই প্রথম। ফুড পয়জনিং থেকে এটা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে আরেকটি সূত্র বলেছে, কয়েকজন যাত্রী আসছিলেন সৌদি আরবের মক্কা শহর থেকে। সেখানে ফ্লুর সংক্রমণ ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। এটিও একটি সম্ভাব্য কারণ হতে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমিরেটস,ক্রু,বিমান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close