reporterঅনলাইন ডেস্ক
  ৩০ আগস্ট, ২০১৮

ইসলামবিরোধী কার্টুন প্রদর্শনী নিয়ে উত্তাল পাকিস্তান

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে বিতর্কিত কার্টুন প্রদর্শনীর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাকিস্তান।

বিক্ষোভকারীরা বলছেন, নেদারল্যান্ডসে যে কার্টুন প্রদর্শনী হতে চলছে, তা একেবারেই ইসলাম ধর্ম বিরোধী। সে কারণে ওই দেশের সঙ্গে অবশ্যই পাকিস্তানকে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর যদি সম্পর্ক ছিন্ন না করা হয়, তাহলে ইসলামাবাদ অবরোধ করে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে।

জানা গেছে, হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ করছে পাকিস্তানের তেহরিক-ই-লাব্বাইক নামের একটি ডানপন্থী সংগঠন। গত বুধবার বিক্ষোভ শুরু হয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভকারীরা লাহোর থেকে ইসলামাবাদের দিকে অগ্রসর হচ্ছে। ইসলামাবাদে তাদের প্রবেশ উপলক্ষে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাদের প্রবেশ ঠেকাতে বেশ কয়েকটি প্রধান সড়কে বাধার সৃষ্টি করা হয়েছিল।

যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

চলতি বছরের শেষের দিকে নেদারল্যান্ডে হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠানের ঘোষণা দেন দেশটির বিরোধী-দলীয় এমপি গ্রিট উইল্ডারস। এই কার্টুন প্রতিযোগিতার বিরুদ্ধে টিএলপির কর্মীরা বিক্ষোভ করছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,নেদারল্যান্ডস,কার্টুন প্রদর্শনী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close