reporterঅনলাইন ডেস্ক
  ২৬ আগস্ট, ২০১৮

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

নিহত ১, আহত ৫৮

ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তবর্তী এলাকায় রোববার ভোরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে একজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি কারমানশাহ প্রদেশের জাভানুর্দু শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে আঘাত হেনেছে। গত বছর এই স্থানের কাছেই একটি শক্তিশালী ভূমিকম্পে কয়েকশ লোক প্রাণ হারায়।

বার্তাসংস্থা তানসিম স্থানীয় এক মেডিকেল কলেজের বরাত দিয়ে জানায়, ভূমিকম্পের সময় নোভোসবাদ শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক লোক মারা গেছেন। বেশ কয়েকটি শহরে মোট ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সরকারি কর্মকর্তা সালাস বাবাজানির বরাত দিয়ে জানায়, সেখানে অন্তত সাতজন লোক আহত হয়েছে। ত্রাণকর্মীদের সতর্কতা অবস্থায় রাখা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইরান,ভূমিকম্প,মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close