reporterঅনলাইন ডেস্ক
  ২৬ আগস্ট, ২০১৮

কুয়েতের রাস্তায় সিংহ!

সিংহরা বনে থাকে। হঠাৎ করে এই সিংহরা লোকালয়ে চলে আসলে কী অবস্থা হতে পারে একবার ভাবুন তো? কিন্তু কুয়েতের রাস্তায় নাকি প্রায়ই দেখা যায় বনের রাজা সিংহকে।

সম্প্রতি এমনই একটি সিংহের দেখা মিললো কুয়েতের রাস্তায়। তবে সিংহটি বন্য নয়, এটি ছিল একটি পোষ্য সিংহ। গৃহপালিত সিংহটি সম্ভবত মালিকের খাঁচা থেকে পালিয়ে চলে এসেছিল রাস্তায়। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে বন্দি করা হয়।

কুয়েত লাইভস্টক কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার কাবাড জেলার একটি আবাসিক এলাকায় বড় এই সিংহটিকে দেখা যায়। খবর পেয়েই নিরাপত্তা ও পরিবেশ পুলিশ এবং আল-নাজদাহের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সিংহটিকে ট্রানকুইলেজারের সাহায্যে অজ্ঞান করে গাড়িতে করে নিকটস্থ একটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়। কর্মকর্তারা এখন সিংহটির মালিকের খোঁজ করছেন। বাড়িতে বন্য প্রাণি রাখা এবং পোষার জন্য তিন বছরের জেল ও জরিমানা হতে পারে এটির মালিকের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিংহ,কুয়েত,রাস্তা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close