reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০১৮

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাবাহিনীর ছোঁড়া গুলিতে গাজা সীমান্তে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত দুজনই মাথায় গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনের বয়স ২৬ এবং আরেকজনের বয়স ৩০ বছর। এছাড়া বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ও ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৭০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জন গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে গাজা সীমান্তে ইসরায়েলি সেনারা গুলি ছুঁড়েছে বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করলেও গুলিতে কোনো ফিলিস্তিনির মৃত্যু হয়েছে কি-না তা তাদের জানা নেই বলে দাবি করেছে।

গত মার্চ থেকে এখন পর্যন্ত গাজা সীমান্তে বিক্ষোভ করতে গিয়ে বা সংঘর্ষে জড়িয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৭১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিলিস্তিন,গাজা সীমান্ত,ফিলিস্তিনি নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close