reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০১৮

লাইফ সাপোর্টে অটলবিহারী বাজপেয়ী

সংকটজনক অবস্থায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। নয়াদিল্লির এইমসে চিকিৎসা চলছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। গত দু’মাস ধরে এইমসে ভর্তি ছিলেন বাজপেয়ী। গত দু’দিন ধরে ভেন্টিলেশনে আছেন।

বুধবার রাত থেকেই অবস্থার আরও অবনতি ঘটে তার। আপাতত লাইফ সাপোর্টে রয়েছেন বাজপেয়ী৷ বুধবার বিকেলে এইমসে বাজপেয়ীকে দেখতে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

জানা যায়, দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে ছিলেন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী৷ কিন্তু গত ১১ জুলাই থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। মূত্রনালীতে সংক্রমণ, শ্বাসকষ্টের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অটলবিহারী বাজপেয়ী,লাইফ সাপোর্ট,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close